‘ইরান পারমাণবিক বোমা তৈরি করলে আমরাও করবো’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ১৫ মার্চ ২০১৮

ইরান পারমাণবিক বোমা তৈরি করলে সৌদি আরবও তা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টেলিভিশন চ্যানেল সিবিএস'কে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আগামী রোববার টেলিভিশন চ্যানেলটিতে ৩২ বছর বয়সী সৌদি যুবরাজের এ সাক্ষাৎকার প্রচারিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার সাক্ষাৎকারটির একটি প্রিভিউ প্রচার করা হয়েছে।

যুবারজ মোহাম্মদ বিন সালমান বলেন, ‘সৌদি আরব কোনো ধরনের পারমাণবিক বোমা বানাতে চায় না। কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে, সৌদি আরব যদি একটি পারমাণবিক বোমা তৈরি করে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমরাও তৈরি করবো।’

শুধুমাত্র শান্তিপূর্ণ ব্যবহারের জন্য সৌদি আরব পারমাণবিক অস্ত্র-সামগ্রী তৈরি করতে চায় বলে এর আগে জানিয়েছিল বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক মধ্যপ্রাচ্যের এ দেশ।

মঙ্গলবার সৌদি আরব পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির জন্য একটি আইনের অনুমোদন দিয়েছে। এতে শান্তিপূর্ণ কাজেও সব ধরনের পারমাণবিক সামগ্রীর ব্যবহার আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী সীমিত রাখার কথা বলা হয়েছে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।