ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এখনও ৩২ কিলোমিটার যানজট


প্রকাশিত: ০৭:৩৯ এএম, ২৫ জুলাই ২০১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া থেকে কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার এলাকায় যানজট অব্যাহত রয়েছে। শনিবার সকাল সাড়ে দশটা পর্যন্ত এই দৃশ্য দেখা গেছে। বৃষ্টি আর যানজটে অসহনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে, গতকাল শুক্রবার দুপুরের পর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্টেশনে যাত্রীদের চাপ বাড়তে থাকে। ফলে যানজটের শুরু হয়। যানজট এক পর্যায়ে মহাসড়কের চন্দ্রা হতে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার এলাকায় দীর্ঘ হয়। যানবাহন বৃদ্ধি পেলেও যাত্রীদের তুলনায় যানবাহনের সংখ্যা কম থাকায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে। শুক্রবার রাত আটটা পর্যন্ত থেমে থেমে যানবাহন চলাচল করলেও রাতভর যানজট ছিল। একপর্যায়ে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় পর্যন্ত যানজট বিস্তৃত হয়। যানজটে অসহনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষ। বেশি ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশুরা। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় প্রকৃতির ডাকে সারা দিতেও তাদের বিপাকে পড়তে হচ্ছে বলে জানা গেছে।



শনিবার সকাল নাগাদ যানজট কিছু কমতে থাকে। তবে সকাল সাড়ে দশটার পর মহাসড়ক চন্দ্রা থেকে নাটিয়াপাড়া পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট রয়েছে।

মির্জাপুর উপজেলা পরিষদের সদস্য আলো রানী বিশ্বাস জাগো নিউজকে জানান, শনিবার ভোর পাঁচটার দিকে উত্তরা থেকে রওনা হয়ে সকাল সাড়ে নয়টায় মির্জাপুরে এসে পৌঁছান তিনি।

মির্জাপুরের সেন্ট্রি পোস্টের সার্জেন্ট জামাল হোসেন জাগো নিউজকে জানান, মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যানজট দেখা দিয়েছে। এখন থেমে থেমে যানবাহন চলছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।



মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন গোড়াই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জাগো নিউজকে জানান, গত কয়েক দিনের টানা বর্ষণে মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তাছাড়া গতকাল শুক্রবার সারা দিনই থেমে থেমে বৃষ্টি এবং গর্তের কারণে মহাসড়কে গাড়ির গতি কম ছিল। ঈদের ছুটি শেষ হওয়ায় শুক্রবার দুপুরের পর থেকেই মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। একদিকে অব্যাহত গাড়ির চাপ অন্যদিকে, মির্জাপুর-চন্দ্রা মহাসড়কে গাড়ির ধীর গতির কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। তাছাড়া রাতে বৃষ্টি হওয়ায় যানজট নিরসনে পুলিশ রাতে কাজ করতে পারেনি।

# ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।