ব্রিটেনে মুসলিমবিরোধী দলের অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫১ এএম, ১৫ মার্চ ২০১৮

ব্রিটেনের মুসলিমবিরোধী দল হিসেবে পরিচিত ‘ব্রিটেন ফার্স্টে’র সবগুলো ফেসববুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক ব্যবহারের নীতিমালা ভঙ্গ করার অভিযোগে এ ব্যবস্থা নিয়েছে ফেসবুক।

ফেসবুকের বক্তব্য, ফেসবুক ব্যবহারের নীতিমালার বিষয়ে দলটিকে এরআগে সতর্ক করা হয়েছিল। তবে ওই সতর্কতাকে আমলে নেয়নি ব্রিটেন ফার্স্ট।

ফেসবুক মনে করছে, দলটির ফেসবুক পেজে যেসব ছবি এবং ভিডিও রয়েছে সেগুলো মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে উৎসাহিত করে।

ফেসবুকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে।

সূত্র: বিবিসি বাংলা।

এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।