কেনিয়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ওবামা


প্রকাশিত: ০৬:১৭ এএম, ২৫ জুলাই ২০১৫

দুই দিনের সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা কেনিয়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। সফরের প্রথম দিনে শনিবার একটি শীর্ষ ব্যবসায়িক সম্মেলনের উদ্বোধন করার কথা রয়েছে তার। খবর বিবিসির।

শনিবার কেনিয়ায় যুক্তরাষ্ট্র দূতাবাসে ১৯৯৮ সালে বোমা হামলার স্থানে নির্মিত স্মৃতিস্তম্ভ পরিদর্শন করবেন ওবামা। এরপর দেশটির প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার সঙ্গে এক আলোচনা অনুষ্ঠানে অংশ নিবেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর শুক্রবার পিতৃভূমিতে প্রথমবারের মতো পৌঁছান ওবামা। দেশটির গণমাধ্যমে ওবামার এ সফরকে নিজ দেশে আগমন বলে উল্লেখ করা হয়েছে। এর আগে বিমানবন্দরে পৌঁছালে দেশটির জনগণ তাকে স্বাগত জানায়।

কেনিয়ায় যুক্তরাষ্ট্র দূতাবাসে ১৯৯৮ সালের ওই বোমা হামলার ঘটনায় ১২ আমেরিকানসহ অন্তত ২০০ জন নিহত হয়। ওবামার সঙ্গে কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার মধ্যে নিরাপত্তা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া দুদেশের প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হবেন।  

কেনিয়ায় ওবামার সফর উপলক্ষে নিরাপত্তার জন্য ১০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিমানবন্দরে পৌঁছানোর পর ওবামার বোন আয়ুমা তাকে আলিঙ্গন করেন। এরপর তিনি স্বজনদের সঙ্গে রাতে নৈশভোজে অংশ নেন। কেনিয়া সফর শেষে ইথিওপিয়া সফরের কথা রয়েছে ওবামার।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।