যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে অবরোধ


প্রকাশিত: ০২:০২ পিএম, ২৪ জুলাই ২০১৫

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম হাওলাদারসহ এলাকাবাসী বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করার দাবিতে সড়ক অবরোধ করেছে দলীয় নেতাকর্মীরা।

শুক্রবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত রায়পুর-হায়দরগঞ্জ সড়কের মজু মোল্লার স্টেশন এলাকায় এ অবরোধ করা হয়। এ সময় নেতাকর্মীরা মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।

জানা যায়, উপজেলার ক্যাম্পের হাট এলাকায় ১৯ জুলাই মাল্টিপারপাসের টাকা লেনদেনকে কেন্দ্র করে শ্যামল মিশ্র ও কার্তিক সরকারের পরিবারের মধ্যে মারামারি হয়। এ ঘটনার পরদিন শ্যামল মিশ্র বাদী হয়ে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উদ্দেশ্যমূলকভাবে যুবলীগ নেতা তাজুল ইসলাম ও এলাকার ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে চাঁদা দাবি ও হামলা-ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে যুবলীগ নেতাকর্মীরা সড়ক অবরোধ করে। এ সময় তারা মামলা প্রত্যাহারের দাবি জানায়।

এ ব্যাপারে হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, হিন্দু বাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলা তদন্ত চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।

কাজল কায়েস/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।