আফগানিস্তানে বিমান হামলায় আল-কায়েদার শীর্ষ কমান্ডার নিহত


প্রকাশিত: ০১:২৯ পিএম, ২৪ জুলাই ২০১৫

আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় আল-কায়েদার এক জ্যেষ্ঠ কমান্ডা নিহত হয়েছেন। তিনি জঙ্গি সংগঠনটির আত্মঘাতী বোমা হামলা কার্যক্রমের দায়িত্বে ছিলেন। এই হামলায় আরো দুই জঙ্গিও নিহত হয়েছে। শুক্রবার পেন্টাগন এ তথ্য জানিয়েছে।

ইরাকে সাংবাদিকদের কাছে প্রকাশিত এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, ১১ জুলাই পাকতিকা প্রদেশে এই হামলায় ‘আল-কায়েদার উচ্চপদস্থ অভিযান পরিচালনাকারী কমান্ডার’ আবু খলিল আল-সুদানী নিহত হয়েছেন। এই সাংবাদিকরা মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টারের সঙ্গে ছিলেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এই হামলায় যে তিনজন জঙ্গি নিহত হয়েছেন আল-সুদানী তাদের একজন। তিনি জোট বাহিনী এবং আফগান ও পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করতেন। তার সঙ্গে আল-কায়েদার নেতা আয়মান আল-জাওয়াহিরির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।’

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।