ফিলিপাইনে নাইটক্লাবে বিস্ফোরণে নিহত ১


প্রকাশিত: ০১:০৬ পিএম, ২৪ জুলাই ২০১৫

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি নাইটক্লাবে এক শক্তিশালী বোমা বিস্ফোরণে ১ জন নিহত ও আরো ৯ জন আহত হয়েছেন। শুক্রবার পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশের মুখপাত্র আলেক্সান্ডার মাবালট বলেন, বৃহস্পতিবার রাতে জাম্বোয়াঙ্গা নগরীতে এই ভয়াবহ বোমা বিস্ফোরণে দোতলা বিশিষ্ট ক্লাবটির ছাদ ফুটো হয়ে গেছে এবং পানশালার টুলগুলো বিস্ফোরণের ধাক্কায় উড়ে গিয়ে রাস্তায় পড়েছে।

মাবালট বার্তা সংস্থা এএফপিকে বলেন, এই বিস্ফোরণে ক্লাবের ক্যাশিয়ার মারা গেছেন। এছাড়াও এই ঘটনায় পানশালার ছয় নারী কর্মী ও তিন পুরুষ খদ্দের আহত হয়েছে। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার তদন্ত কর্মকর্তারা বোমার টুকরার সন্ধানে ধ্বংসস্তুপের ভেতর তল্লাশী চালিয়েছেন।

তিনি আরো জানান, কোনো চরমপন্থী গোষ্ঠী বা সংগঠন এই হামলার জন্য দায়ী কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

‘আমাদের নগরীতে সন্ত্রাসী ও অপরাধী চক্রগুলোর হামলার হুমকি রয়েছে`। যোগ করেন মাবালট।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।