মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ৭ মরদেহের সন্ধান


প্রকাশিত: ১২:৪০ পিএম, ২৪ জুলাই ২০১৫

মেক্সিকোর গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরিরোতে সাতটি মরদেহের সন্ধান পাওয়া গেছে। কয়েকটি মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

গুয়েরিরো রাজ্যের প্রসিকিউটরের কার্যালয় থেকে বলা হয়েছে, সবগুলো মরদেহই পুরুষের। পার্বত্য জিটলালা শহরে এদের পাওয়া গেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, মরদেহগুলোতে ‘নির্যাতনের চিহ্ন রয়েছে।’ ফরেনসিক বিশেষজ্ঞরা মরদেহগুলো পরীক্ষা করবেন।

এক স্থানীয় পুলিশ সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, বেশ কয়েকটি মরদেহে গুলি ও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

বুধবার এই মরদেহগুলো প্রথম পাওয়া যায়। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বৃহস্পতিবারের আগে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। বৃহস্পতিবার তদন্ত শুরু করা হয়।

প্রসিকিউটরের কার্যালয় জানায়, একটি মরদেহ গুয়েরেরোর স্থানীয় মাদকচক্র রেডসের সদস্যের।
রাজ্যটি মেক্সিকোর অন্যতম দরিদ্র ও সবচেয়ে ভয়াবহ রাজ্য।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।