আমিরাতের বিরুদ্ধে অভিযোগ নিয়ে জাতিসংঘে কাতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:২০ পিএম, ০৯ মার্চ ২০১৮

সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছেন কাতার। জাতিসংঘে একটি চিঠি দিয়ে এ অভিযোগ জানিয়েছে দেশটি।

চিঠিতে অভিযোগ করা হয়েছে, আমিরাত কাতারের পানি সীমা থেকে দেশটির একটি মাছ ধরার ট্রলার আটক ও এর আরোহীদের অপহরণ করেছে।

এ বিষয়ে অভিযোগ জানিয়ে ও ঘটনার প্রতিবাদ করে জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে চিঠিটি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত কাতারের স্থায়ী প্রতিনিধি আলায়িয়া আহমাদ বিন সাইফ আলে সানি।

এতে তিনি লিখেছেন, গত ১৯ জানুয়ারি কাতারের পানি সীমার বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে সংযুক্ত আরব আমিরাত একটি মাছ ধরার ট্রলার নিয়ে গেছে। একইসঙ্গে তারা ট্রলারের ক্যাপ্টেনসহ ৯ জনকে অপহরণ করেছে। কাতার নিশ্চিত হয়েছে, অপহরণের সঙ্গে জড়িত নৌযানটি সংযুক্ত আরব আমিরাতের রণতরী থেকে পাঠানো হয়েছিল। কাতারের মাছ ধরার ট্রলার থেকে অপহৃতরা সবাই ভারতের নাগরিক।

২০১৭ সালের ৫ জুন সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে আরব আমিরাত কাতারের ওপর অবরোধ আরোপ করেছে। এরপর থেকেই দুই দেশের মধ্যে নানা ইস্যুতে টানাপোড়েন বেড়েছে।

সূত্র: পার্স টুডে।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।