যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৫ পিএম, ০৮ মার্চ ২০১৮

মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা বৃহত্তম শহর বার্মিংহামের একটি স্কুলে গুলিতে এক শিক্ষার্থীর প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছে আরো অন্তত এক শিক্ষার্থী। গোলাগুলির এ ঘটনার পর বৃহস্পতিবার স্কুল বন্ধ করে দেয়া হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, গোলাগুলির এ ঘটনার সঙ্গে স্কুলের দুই শিক্ষার্থী জড়িত বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।

বার্মিংহামের পুলিশ প্রধান অরল্যান্ডো উইলসন বলেছেন, স্কুলে গোলাগুলির ঘটনায় তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের জবানবন্দির পাশাপাশি স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের ধারণা, আগ্নেয়াস্ত্রের নিয়ন্ত্রণ হারানোর ফলেই আচমকা গুলি বেরিয়ে হতাহতের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।