গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত


প্রকাশিত: ০৭:৫৬ এএম, ২৪ জুলাই ২০১৫

বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থলে বাসের চাকায় পিষ্ট হয়ে নাসির উদ্দিন হাওলাদার (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আরো ২ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দিন উজিরপুর উপজেলার ওটরা গ্রামের আক্কেল আলী হাওলাদারের ছেলে। আহত দুজন হলেন, একই উপজেলার মো. শহীদ (৫০) ও মো. সেলিম মিয়া (৩৫)। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান চৌধুরী জাগো নিউজকে জানান, উজিরপুর থেকে মোটরসাইকেল যোগে দুর্ঘটনার শিকার ৩ জন গৌনদীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে কটকস্থল নামক স্থান অতিক্রমকালে বিপরীতমুখী ঢাকা থেকে বরিশালগামী পরিবহন বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসের চাকায় পিষ্ট হয়ে নাসিরউদ্দিন ঘটনাস্থলেই মারা যান। আপর দুই আরোহী আহত হন।  তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরো জানান, দুর্ঘটনা ঘটানো বাসটি তারা আটক করতে পারেননি। তবে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। সেখান থেকে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হবে।

সাইফ আমীন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।