দীর্ঘ ছুটির পর শনিবার মুখরিত হবে জাবি ক্যাম্পাস


প্রকাশিত: ০৫:০২ এএম, ২৪ জুলাই ২০১৫

দীর্ঘ দুই মাস ছুটি শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলছে শনিবার। গ্রীষ্মকালীন ছুটির ধারাবাহিকতায় রমজান, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৬ মে থেকে ২৪ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে।
 
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত দশদিনের জন্য বন্ধ ছিল। ২২ জুলাই বুধবার সকাল থেকে আবাসিক হলগুলো ছাত্রদের জন্য খুলে দেওয়া হয়। ইতোমধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আড্ডায় প্রাণবন্ত হতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেইট, বটতলা, প্রান্তিক গেইট, শহীদ মিনারসহ বিভিন্ন জায়গা।

হাফিজুর রহমান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।