দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডুবে যাওয়া মার্কিন রণতরীর ধ্বংসাবশেষ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৮ এএম, ০৬ মার্চ ২০১৮

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস লেক্সিংটনের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে কোরাল সাগরে। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেনের নেতৃত্বে একটি অনুসন্ধানী দল জাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পায়। সোমবার অ্যালেন এ তথ্য জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় উপকূল থেকে ৫০০ মাইল দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার মিটার নিচে রণতরীর ধ্বংসাবশেষটির সন্ধান পাওয়া যায়।

এই রণতরীটি ও তার সঙ্গে ডুবে যাওয়া বিমানগুলোর বেশি কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন অনুসন্ধানাী দলের সদস্যরা।

১৯৪২ সালের ৪ মে থেকে ৮ মে পর্যন্ত ইউএসএস লেক্সিংটন ও ইউএসএস ইয়র্কটাউন কোরাল সাগরে জাপানিবাহিনীর সঙ্গে লড়াই করে। যুদ্ধের শেষ দিকে এসে ডুবে যায় ইউএসএস লেক্সিংটন; ‘লেডি লেক্স’ বলেও যাকে ডাকা হতো। ওই যুদ্ধে ২০০ জনের বেশি ক্রুর মৃত্যু হয়। তবে লেক্সিংটন ডুবে যাওয়ার আগে বেশিরভাগ ক্রুকেই উদ্ধার করে অন্য একটি মার্কিন জাহাজ।

ডুবে যাওয়ার সময় ৩৫টি বিমান ছিল যুদ্ধজাহাজটিতে।

সূত্র: এএফপি।

এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।