হিজাবে আপত্তি : মার্কিন চেইন শপকে ২৫ হাজার ডলার জরিমানা


প্রকাশিত: ০৬:২৩ পিএম, ২৩ জুলাই ২০১৫

হিজাব পরার কারণে সামান্থা এলাউফকে সেলস অ্যাসোসিয়েটের চাকরি দিতে অস্বীকৃতি জানিয়েছিল নামকরা মার্কিন পোশাক বিপণী অ্যাবারক্রম্বি অ্যান্ড ফিচ। আর তারই মাশুল তাদের গুনতে হলো সামান্থাকে ২৫ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দিয়ে।

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে ২০০৮ সালে ওই মার্কিন চেইন শপে চাকরির জন্য আবেদন করেন এলাউফ। তখন তাকে এই বলে প্রত্যাখ্যান করা হয় যে, তার পরণের হিজাব ওই দোকানের পোশাকনীতির সঙ্গে বেখাপ্পা।

এই অসম্মানজনক কারণটিকেই নিজের নাগরিক অধিকার লঙ্ঘণ বলে দাবি করে আদালতে মামলা ঠুকে দেন এই মুসলমান নারী। মামলা চলে বেশ কয়েক বছর। অবশেষে উচ্চ আদালত এলাউফের পক্ষে রায় দেন। এই রায় চ্যালেঞ্জ করে আবার আপিল করে অ্যাবারক্রম্বি অ্যান্ড ফিচ। কিন্তু দু’মাস আগে সুপ্রিম কোর্ট আবারও এলাউফের পক্ষেই রায় দেন।

এরপরই ২৫ হাজার ৬৭০ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিয়ে সামান্থা এলাউফের সঙ্গে মীমাংসার সিদ্ধান্ত নেয় ওই বিপণী চেইনটি। সঙ্গে আদালতের আদেশে আরো প্রায় ১৯ হাজার ডলার তাদের দিতে হবে আদালতের খরচা বাবদ।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।