পৃথিবীর নিকটাত্মীয় গ্রহ খুঁজে পেল নাসা


প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২৩ জুলাই ২০১৫

পৃথিবীর মতোই বাসযোগ্য গ্রহ খুঁজে পেয়েছেন নাসার বিজ্ঞানীরা। সম্প্রতি এক ঘোষণায় তারা জানান, এই গ্রহটি যতদূর মনে হয়েছে পৃথিবীর মতোই, এবং এরও রয়েছে সুর্যের মতো একটি নক্ষত্র ঘিরে কক্ষপথ। এখন পর্যন্ত এটিকেই পৃথিবীর সঙ্গে সবচেয়ে সাদৃশ্যপূর্ণ গ্রহ বলে মনে করছেন বিজ্ঞানীরা।

আমাদের সৌরজগতের বাইরে মহাকাশে প্রাণের অস্তিত্ব আছে, কি নেই- এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে দিল এই নতুন খুঁজে পাওয়া গ্রহ কেপলার ৪৫২-বি গ্রহটি।

নাসা থেকে বলা হয়েছে, এই গ্রহটি পৃথিবীর প্রায় পাঁচ গুন বড় এবং এটি প্রাণের বসবাসোপযোগী। এর চারপাশে আমাদের সৌরজগতের মতোই স্বতন্ত্র সৌরজগত থাকার কথা নিশ্চিত করেছে নাসা।

সুতরাং একথা এখন জোর দিয়ে বলাই যায়, পৃথিবীতেই একমাত্র প্রাণ সৃষ্টি হয়নি। এবং এও সম্ভব যে, মানুষই এই বিশ্ব-ব্রহ্মান্ডের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী নয়।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।