যুদ্ধের শুরুতেই মারা যাবে ১০ হাজার মার্কিন সেনা!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫২ পিএম, ০৫ মার্চ ২০১৮

যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়াতে হামলা চালায় তবে যুদ্ধের একেবারে শুরুর দিকেই ১০ হাজার মার্কিন সেনা নিহত হবে বলে ধারণা করছে পেন্টাগন।

নিউ ইয়র্ক টাইমস পত্রিকার একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে স্পুটনিক নিউজের প্রতিবেদনে বলা হয়েছে- যুক্তরাষ্ট্রের সম্ভাব্য উত্তর কোরিয়া আক্রমণে নানা দৃশ্যপট নিয়ে আলাপ-আলোচনা করতে মার্কিন সেনাবাহিনীর ঊর্ধ্বতনরা বসেছিলেন হাওয়াইয়ে।

পেন্টাগন বলছে, এ বৈঠকের অর্থ কোনোভাবেই এমন কিছু নয় যে হোয়াইট হাউস উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো সম্মতি দিয়েছে।

আক্রমণ হলে তা দীর্ঘমেয়াদি হবে এবং এর ফল ভয়াবহ হবে বলেও উঠে আসে মার্কিন সেনাদের আলোচনায়।

যুক্তরাষ্ট্রের মূল ভয় হলো- উত্তর কোরিয়া আক্রমণ করা হলে তারা অবশ্যই পরমাণু অস্ত্র ব্যবহার করবে। আর সেনাদের আলোচনার মূল বিষয়ই ছিল কিভাবে পিয়ংইয়ংয়ের পরমাণু সাইটগুলো নিষ্ক্রিয় করে ফেলা যায়। এবং সেখানে টানেল যুদ্ধেও জড়াতে হবে; যেটিতে যুক্তরাষ্ট্র খুব একটা পটু না।

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।