সৌদির কাছে অস্ত্র বিক্রির জবাব দিতে হবে : রুহানি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১০ পিএম, ০৫ মার্চ ২০১৮

যেসব দেশ সৌদি আরব ও তার মিত্রদের কাছে অস্ত্র বিক্রি করছে ইয়েমেনে সংঘটিত যুদ্ধপরাধের বিষয়ে তাদের অবশ্যেই জবাব দিতে হবে। টেলিফোনে ফ্রান্সের প্রেসিডেন্টকে এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে রুহানি বলেছেন, আমরা দেখেছি ইয়েমেনে যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে। সৌদি আরব ও আর জোটের কাছে যেসব দেশ অস্ত্র রফতানি করছে এ বিষয়টি নিয়ে তাদের অবশ্যই জবাব দিতে হবে।

সৌদি আরবের কাছে যেসব দেশ অস্ত্র রফতানি করে ফ্রান্স তাদের মধ্যে অন্যতম। ২০১৫ সাল থেকে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে আসছে সৌদি।

ম্যাক্রোঁ ও রুহানির মধ্যে সিরিয়ার বিষয় নিয়েও আলাপ হয়েছে। ফ্রান্স ও ইরানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে রুহানি বলেন, সব ধরনের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিষয়ে ফ্রান্সকে সহযোগিতা করতে প্রস্তুত ইরান।

সূত্র: দ্য নিউজ।

এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।