ইতালিতে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ০৪ মার্চ ২০১৮

দীর্ঘ জল্পনা কল্পনার অবসান হয়ে সমগ্র ইতালিতে চলছে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এ নির্বাচনে ১৮টি দল অংশ নিয়েছে। ১৮টি দল নির্বাচনে অংশ নিলেও সাবেক প্রধানমন্ত্রী বেলু সকোনির ফরজা ইতালিয়া ও মাত্তে রেনছি ও ছিলেভিনির লেগানদসহ ফাইব স্টার মোভেমেন্ট ও পিডিয়ারের মধ্যেই হবে হাড্ডা-হাড্ডি লড়াই।

ইতালির দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে কোনো দল একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ইতালিতে দুইটি সংসদ রয়েছে। একটি হলো প্রতিনিধি পরিষদ কক্ষ অপরটি সিনেট।

italy

২০ বছরের ইতিহাসে দেখা যায়, বেলু সকোনির দল এবং পিডি মধ্যবাম দলই মূলত সরকারের দায়িত্ব পালন করে আসছে। প্রবাসীরা মনে করছে, মধ্যম বামপন্থীরা ক্ষমতায় আসলে ইতালিতে বসবাসরত প্রবাসীদের পক্ষে ভূমিকা রাখবে।

সকাল ৭টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে রাত ১১টা পর্যন্ত। ভোটাররা তাদের পছন্দের দল ও প্রার্থীকে ভোট দিতে সকাল হতে লাইনে দেখা গেছে। এ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান নাগরিকরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোট কেন্দ্রে যাচ্ছেন।

এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।