মুরাদনগরে ৩ ডাকাত আটক


প্রকাশিত: ০১:২৭ পিএম, ২৩ জুলাই ২০১৫

কুমিল্লার মুরাদনগরে ডাকাতিকালে তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার ভোরে উপজেলার বাখরনগর গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন, বাখরনগর গ্রামের নয়ন মিয়ার ছেলে খোকন (২৬), বৈলাবাড়ি গ্রামের শামসু মিয়ার ছেলে আল-আমিন (৩০)  এবং অরুন মিয়ার ছেলে নুর আলম (২৭)।

পুলিশ ও স্থানীয়রা জানা, বাখরনগর গ্রামের শিশু মিয়ার বাড়িতে দেশিয় অস্ত্র নিয়ে ডাকাতিকালে তিন ডাকাত সদস্যকে আটক করে বাড়ির লোকজন।

পরে সকাল ১০টার দিকে তিন ডাকাত সদস্যকে গণধোলাই দিয়ে মুরাদনগর থানা পুলিশের নিকট সোর্পদ করেছে এলাকাবাসী।

মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কামাল উদ্দিন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।