৭১টি সিম কার্ডসহ জিনের বাদশা গ্রেফতার


প্রকাশিত: ০১:০০ পিএম, ২৩ জুলাই ২০১৫

বিভিন্ন অপারেটরের ৭১টি মোবাইল সিম কার্ড, ২১টি মোবাইল সেট , ৫৮ জন বিভিন্ন নারী-পুরুষের পাসপোর্ট সাইজের ছবি উদ্ধারসহ জিনের বাদশা খ্যাত বল্লেম চন্দ্র রায় (৩২) নামের এক প্রতারককে পুলিশ গ্রেফতার করেছে। এএসপি সার্কেল ফিরোজ কবিরের নেতৃত্বে বুধবার গভীর রাতে নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী গ্রামের নামাঞ্জীপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে জেলে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত যুবক ওই গ্রামের জগদীশ চন্দ্র রায়ের ছেলে।

অভিযোগ মতে গ্রেফতারকৃত বল্লেন চন্দ্র রায়ের নেতৃত্বে একদল প্রতারক বিভিন্ন স্থানে মোবাইল ফোনের মাধ্যমে জিনের বাদশা পরিচয়ে সাধারণ মানুষজনের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে ঢাকার মতিঝিল থানার (১৮(৭)/১৫) একটি মামলা হয়েছে। ওই মামলার সূত্র ধরে নীলফামারী পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

নীলফামারী সহকারী পুলিশ সুপার (সদও সার্কেল) ফিরোজ কবির জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে গ্রেফতারের সময় তার ঘর থেকে বিভিন্ন অপারেটরের ৭১টি মোবাইল সিম, ২১টি মোবাইল সেট, ৫৮টি বিভিন্ন নারী-পুরুষের পাসপোর্ট সাইজের ছবি উদ্ধার করা হয়।

জাহেদুল ইসলাম/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।