মিসরকে মাসে ৫ লাখ ব্যারেল তেল দেবে সৌদি
মিসরকে ছয় মাসের জন্য প্রতি মাসে ৫ লাখ ব্যারেল করে অপরিশোধিত তেল দিতে সম্মত হয়েছে সৌদি আরব। মিশরের জ্বালানিমন্ত্রী তারিক আল-মোল্লা এ তথ্য জানিয়েছেন।
সৌদি আরবের সবচেয়ে বড় পেট্রোল কোম্পানি ‘সৌদি অ্যারামকো’ মিশরীয় রিফাইনারিগুলোকে এ তেল সরবরাহ করবে।
গেল বছরের নভেম্বর ও ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে তেল সরবরাহ করাও হয়েছে।
চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু না জানিয়ে তারিক বলেছেন, জানুয়ারি থেকে জুন মাসের হিসেবে প্রতিমাসে ৫ লাখ ব্যারেল করে তেল সরবরাহ করবে সৌদি অ্যারামকো।
এর আগে ২০১৬ সালের এপ্রিলে ৫ বছরের জন্য প্রতি মাসে ৭ লাখ টন করে পরিশোধিত পেট্রোলিয়াম সরবরাহ করতে সম্মত হয়েছিল সৌদি।
সূত্র: মিডল ইস্ট মনিটর।
এনএফ/এমএস