গুয়েতেমালার দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের সিদ্ধান্ত স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১০ পিএম, ০৩ মার্চ ২০১৮

যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে ইসরাইলের তেল আবিব থেকে দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার যে সিদ্ধান্ত গুয়েতেমালা নিয়েছিল তা আটকে গেছে আদালতের নির্দেশে।

আইনজীবীদের এ সংক্রান্ত এক আবেদনের পরিপ্রেক্ষিতে দূতাবাস স্থাতান্তরের সিদ্ধান্ত স্থগিতের নির্দেশ দেয় দেশটির সুপ্রিম কোর্ট।

আইনজীবীরা বলছেন, দেশের প্রেসিডেন্ট সংবিধান বিরোধী সিদ্ধান্ত নিতে পারেন না। ওই সিদ্ধান্ত দেশটিতে বিভিন্ন জাতির শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ বিনষ্ট করবে বলে তারা আদালতকে জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পর একমাত্র গুয়েতেমালাই তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাসে নেয়ার ঘোষণা দিয়েছিল।

গত ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন।

সূত্র: পার্স টুডে।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।