কম্পিউটার ছাড়াই কম্পিউটার ক্লাস!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৪০ পিএম, ০২ মার্চ ২০১৮

ঘানার একজন শিক্ষক কোন কম্পিউটার ছাড়াই কম্পিউটার প্রযুক্তির ক্লাস নেন। এমন খবর প্রকাশিত হওয়ার পর তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ঘানার কুমসি শহরের একটি স্কুলে রিচার্ড আপিয় আকাটো নামের ঐ শিক্ষক ব্ল্যাকবোর্ডে মাইক্রোসফট ওয়ার্ডের নকশা তৈরি করে তা থেকে ছাত্রদের কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে শিক্ষাদান করেন।

ফেসবুকে এই ছবিটি পোস্ট করার সময় আকাটো বলেন, ঘানার ক্লাসরুমে আইসিটি শেখানোর অভিজ্ঞতা খুব মজার। তিনি বলেন, ‘আমি আমার ছাত্রদের খুবই পছন্দ করি। তারা যাতে আমার ক্লাসের পড়া ভালভাবে বুঝতে পারে, তার জন্য যা করার দরকার আমি তাই করব।’

ইন্টারনেটে তার ছবিটি হাজার হাজার বার শেয়ার হওয়ার পর মাইক্রোসফট কর্পোরেশন ঘোষণা করেছে যে তারা তাকে নতুন একটি কম্পিউটার পাঠাবে। আকোটো স্থানীয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার স্কুলে ২০১১ সাল থেকে কোন কম্পিউটার নেই। কিন্তু সেই শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির ওপর একটি বিষয়ে পরীক্ষা নেয়া হয়। সেকারণেই তিনি বোর্ডে একে শিক্ষার্থীদের কম্পিউটার সম্পর্কে বিভিন্ন বিষয় শেখান। ছাত্রদের প্রতি একজন শিক্ষকের এমন নিষ্ঠা দেখে অনেকেই তার প্রশংসা করেছেন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।