জয়পুরহাট জেলা জামায়াতের আমিরসহ গ্রেফতার ৮


প্রকাশিত: ০৯:৫১ এএম, ২৩ জুলাই ২০১৫

জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদসহ শীর্ষ ৮ জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে জয়পুরহাট সদর উপজেলার হরিপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে স্থানীয় গণমাধ্যমকর্মীদের গ্রেফতারের বিষয়টি বেলা সাড়ে ১১টার দিকে নিশ্চিত করেছেন জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ, পাঁচবিবি উপজেলা আমীর তসলিম উদ্দীন, সেক্রেটারি ডা. সুজাউল করিম, কালাই উপজেলা আমির তাইফুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল আলিম, সদর উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেন, জামায়াতের রোকন আব্দুল বাতেন ও সমর্থক জোবায়ের হোসেন।

ডিবি পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, হরিপুর গ্রামে জামায়াতের রোকন আব্দুল বাতেনের বাড়িতে জেলা জামায়াতের শীর্ষ নেতারা বৈঠক করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা জামায়াত আমির ফজলুর রহমান সাঈদসহ জেলার শীর্ষ ৮ জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়।

জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, গ্রেফতারকৃতরা ওই বাড়িতে সরকার বিরোধী গোপন বৈঠক করছিলেন। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে বলেও পুলিশের এই কর্মকর্তা জানান।

এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।