দুই দফা ভূমিকম্পে আবারো বিধ্বস্ত নেপাল


প্রকাশিত: ০৯:৩৮ এএম, ২৩ জুলাই ২০১৫

আবারো দুই দফা ভূমিকম্পে বিধ্বস্ত হলো নেপাল। বুধবার রাত ১০ টা ১৪ মিনিটে পরপর দুইবার ভূমিকম্প আঘাত হানে দেশটিতে । রিখটার স্কেলে প্রথম বারে এর মাত্রা ছিল ৫.১ এবং দ্বিতীয় বার ৪.৬। এই ভূমিকম্পে দেশটির বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

এ দিকে, এই ভূকম্পনের উৎপত্তিস্থল সম্পর্কে এখনো কোনো তথ্য জানাতে পারেনি দেশটির ভূতাত্ত্বিক সংস্থা।

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিলে নেপালের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের পর থেকে গত তিন মাসে নেপালে ক্রমাগত আফটারশক হয়েছে। এই ভূমিকম্পে কমপক্ষে ৯ হাজার মানুষ মারা গেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এছাড়া এই ভূমিকম্পে কয়েক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে।

এসকেডি/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।