নীল নদ নিয়ে রসিকতা করায় শিল্পীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

নীল নদ নিয়ে রসিকতার করায় শিরিন আবদেল ওয়াহাব নামে আরব বিশ্বে পরিচিত একজন তারকা শিল্পীকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

তিনি দেশটির খুব জনপ্রিয় একজন শিল্পী একই সঙ্গে দ্যা ভয়েস অব টিভি শো'র বিচারক। তিনি নীল নদের পানির পরিচ্ছন্নতা নিয়ে মজা করে একজন ভক্তকে বলেছিলেন এ পানি পান করলে জীবাণু পান করা হবে।

শিরিনের বিরুদ্ধে মামলা করা হয় গত বছরের নভেম্বরে। এক বছর আগে সংযুক্ত আরব আমিরাতে একটি কনসার্টে এ কথা বলার জন্য শিরিন অবশ্য ক্ষমা চেয়েছেন।

সংগীতশিল্পী শিরিন কারাদণ্ড পেয়েছেন মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে। কায়রোর একটি আদালত এ দণ্ড দিয়েছেন। মিসরের সংবাদমাধ্যম বলছে, জামিনের জামানত হিসেবে শিরিনকে পাঁচ হাজার মিসরীয় পাউন্ড দিতে বলেছেন আদালত। কারাদণ্ডের বিরুদ্ধে শিরিন আপিল করতে পারবেন।

অন্যদিকে মিসরে আরেকটি মামলায় পপ সঙ্গীতশিল্পী লাইলা আমেরকে কারাদণ্ড দেয়া হয়েছে। লাইলা আমেরকে একটি উত্তেজক গান গাইবার দায়ে ব্যভিচার এবং নীতি নৈতিকতা বিবর্জিত কাজের অভিযোগে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।