বিডি থাইয়ের দুই উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা


প্রকাশিত: ০৬:০১ এএম, ২৩ জুলাই ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের দুইজন উদ্যোক্তা পরিচালক জাহিদ মালিক এবং রুবিনা হামিদ মোট ১৫ লাখ ৬৯ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, জাহিদ মালিক তার হাতে থাকা বিডি থাইয়ের ১০ লাখ ৪৬ হাজার শেয়ার বিক্রি করবেন এবং রুবিনা হামিদের হাতে থাকা একই প্রতিষ্ঠানের ৫ লাখ ২৩ হাজার শেয়ার বিক্রি করবেন। বর্তমান বাজার দর অনুযায়ী আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার বিক্রি করবেন তিনি।

কোম্পানিটির শেয়ারের সর্বশেষ বাজার দর রয়েছে ৩৮ টাকা ৬০ পয়সা। আর গত ৫২ সপ্তাহের মূল্যসীমা ছিল ২৩ টাকা ১০ পয়সা থেকে ৫৩ টাকা ৭০ পয়সা।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।