মোদিকে নেওয়াজের আম উপহার


প্রকাশিত: ০৫:২৩ এএম, ২৩ জুলাই ২০১৫

দুই দেশের সম্পর্ক উন্নয়নে পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে আম উপহার পাঠিয়েছেন। গত সপ্তাহে নেওয়াজ শরীফ এ উপহার পাঠান।

একইসঙ্গে দেশটির সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী এবং কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধিকেও আম উপহার দিয়েছেন তিনি। প্রত্যেক বছর পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের গুরুত্বপূর্ণ রাজনীতিকদের আম উপহার দেয়ার রীতি রয়েছে।

এমন এক সময়ে এ উপহার পাঠানো হলো যখন দেশ দুইটির সীমান্তে উত্তেজনা চলছে। ১৮ জুলাই ঈদের দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা পাকিস্তানি রেঞ্জারদের মিষ্টি দিতে চাইলে তারা (রেঞ্জাররা) তা প্রত্যাখ্যান করে। এরপর পাকিস্তানি প্রধানমন্ত্রীর আম উপহারকে অনেকেই দেশ দুইটির সম্পর্ক উন্নয়নের নতুন কৌশল হিসেবে দেখছেন।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।