ফ্লোরিডায় স্কুলে হামলা : কাছে থাকা পুলিশ কর্মকর্তার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৭ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

ফ্লোরিডার একটি স্কুলে বন্দুক হামলায় ১৭ জন নিহতের ঘটনায় ওই স্কুলের সামনে অস্ত্র হাতে যে পুলিশ কর্মকর্তা ছিলেন তিনি পদত্যাগ করেছেন।

স্কট পিটারসন নামে ওই পুলিশ কর্মকর্তা বৃহস্পতিবার পদত্যাগ করার পর তাকে তদন্তের আওতায় আনা হয়েছে।

ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে কিভাবে বন্দুক হামলা ঠেকানো যায়- এ নিয়ে দেশজুড়ে চলমান বিতর্কের মধ্যেই পদত্যাগ করলেন স্কট। ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে স্কুলে শিক্ষকদের হাতে অস্ত্র তুলে দেয়ার পক্ষে মত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ব্রোওয়ার্ড কাউন্টি শেরিফ স্কট ইসরায়েল জানিয়েছেন, ওইদিন হামলা শুরুর ৯০ সেকেন্ডের মধ্যে স্কুলের প্রবেশপথের সামনে অবস্থান নেন পিটারসন। কিন্তু মূল ভবনের ভেতরে না ঢুকে ওইখানেই তিনি চার মিনিটের বেশি সময় অবস্থান করেন। ভেতর হামলা প্রায় ছয় মিনিট ধরে চলে।

এরআগে পিটারসনকে প্রত্যাহার করা হয়। পিটারসন সেদিন কী করতে পারতেন- এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ইসরায়েল বলেন, সে ভেতরে যেতে পারত। হামলাকারীকে খুঁজে বের করত, তাকে মেরে ফেলত।

গেল ১৪ ফেব্রুয়ারি ফ্লোরিডার স্টোনম্যান ডগলাস হাইস্কুলে নির্বিচারে গুলি চালিয়ে ১৭ জনকে হত্যা করে ওই স্কুলেরই বহিষ্কৃত এক ছাত্র।

সূত্র: ডয়চে ভেলে।

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।