উত্তর কোরিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আনছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

নতুন করে উত্তর কোরিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আনছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিষেধাজ্ঞাকে ‘সর্বকালের শ্রেষ্ঠ’ নিষেধাজ্ঞা বলে উল্লেখ করেছেন। খবর বিবিসি।

উত্তর কোরিয়ার ৫০য়ের বেশি জাহাজ এবং সামুদ্রিক পরিবহন কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আনা হচ্ছে। চীন এবং তাইওয়ানের ওপরও নিষেধাজ্ঞা আনা হচ্ছে।

নিজেদের পরমাণু কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে আগে থেকেই যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উত্তর কোরিয়া।

তবে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক কড়া সমালোচনা ও হুশিয়ারির পরেও পারমাণবিক ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। মার্কিন রাজস্ব বিভাগ উত্তর কোরিয়ার ২৭ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আনছে।

উত্তর কোরিয়ার ১৬টি জাহাজ কোম্পানির মধ্যে পাঁচটি হংকং থেকে নিবন্ধকৃত, দু’টি চীন, দু’টি তাইয়ান, একটি পানামা এবং একটি সিঙ্গাপুর থেকে নিবন্ধকৃত।

২৮টি জাহাজ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আনা হচ্ছে যেগুলোর মধ্যে অধিকাংশই উত্তর কোরিয়ার। এর মধ্যে দু’টি পানামার পতাকাবাহী জাহাজ, একটি কমোরোস এবং একটি তানজানিয়ার পতাকাবাহী জাহাজ।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।