যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকার নির্দেশ
হাসপাতালে প্রয়োজন অনুযায়ী যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকার জন্য নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত এক সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।
তিনি যন্ত্রপাতি ক্রয় সংক্রান্ত মন্ত্রণালয়ের কমিটির অনুমোদন নিয়ে প্রয়োজন অনুযায়ী যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকার জন্য সকলকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন যন্ত্র স্থাপনের পূর্বে পুরানো মেশিন কেন নষ্ট হলো তা খতিয়ে দেখতে হবে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। যন্ত্রপাতি ও অ্যাম্বুলেন্স বরাদ্দের ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতালে এগুলো চালানোর জনবল আছে কিনা তা নিশ্চিত করতে হবে।
যেকোনো ধরনের অর্থ ব্যয় যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখার জন্য মন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
যেসব জেলায় এখনো আইসিইউ স্থাপনের কাজ শেষ হয়নি সেই সব হাসপাতালে পর্যায়ক্রমে তা শেষ করার জন্য তিনি তাগিদ দেন। স্বাস্থ্যখাতের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের কাজে গতিশীলতা আনতে মোহাম্মদ নাসিম সকলকে সচেষ্ট হতেও আহ্বান জানান তিনি।
এসকেডি/আরআইপি