এবার রাজনীতিতে অভিনেতা কমল হাসান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৮

ভারতের রাজনীতিতে অভিনেতাদের যোগ দেয়ার বিষয়টি নতুন নয়। এবার দক্ষিণ তামিল নাড়ুতে নিজের রাজনৈতিক দল উদ্বোধন করেছেন ভারতীয় তারকা কমল হাসান। মাদুরাই শহরে দলের সমর্থকদের সামনে রাজনীতিতে যোগদানের ঘোষণা দেন ৬২ বছর বয়সী এই অভিনেতা।

এই রাজ্য থেকে এর আগেও বহু অভিনেতা রাজনীতিবিদ হিসেবে আত্মপ্রকাশ করেছেন। সাবেক তিন অভিনেতা মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে ডিসেম্বরে, ২০২১ এর প্রাদেশিক নির্বাচনের আগে নিজের রাজনৈতিক দল তৈরীর ঘোষণা দেন তামিল অভিনেতা রজনীকান্ত।

কমল হাসান অক্টোবরেই ঘোষণা দিয়েছিলেন যে, তিনি রাজনীতিতে আসতে চান। তার দলের নাম ‘মাক্কাল নিধি মায়াম’। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, মাক্কাল নিধি মায়ামের অর্থ জনগণের বিচারের কেন্দ্র।

রাজনীতিতে আসা প্রসঙ্গে হাসান বলেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কাজ করবেন যেন, দুর্নীতি ও সাম্প্রদায়িকতা রোধে ভূমিকা রাখতে পারেন। তামিল মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রামের মৃত্যুর পর থেকে সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।