রাজিব গান্ধির হত্যাকারীরা ক্ষমার অযোগ্য


প্রকাশিত: ১২:০৩ পিএম, ২২ জুলাই ২০১৫

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধির হত্যাকারীরা ক্ষমার অযোগ্য। দেশটির সুপ্রিম কোর্টকে দৃঢ়তার সঙ্গে এ কথা বলেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার জানিয়েছে- তাদের প্রতি কোন ধরণের অনুকম্পা প্রদর্শন করা হবে না। তারা বিদেশিদের সহায়তায় ষড়যন্ত্রের মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

ভারতের সলিসেটর জেনারেল রঞ্জিত কুমার বলেন, আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে এরা হত্যা করেছে। তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়। বিদেশি রাষ্ট্রগুলোও এতে জড়িত ছিল। এদের কি ধরণের দয়া দেখাতে হবে।’

দেশটির প্রধান বিচারপতি এইচএল দত্তের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট বেঞ্চে তামিলনাডু সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রের পিটিশনের শুনানিকালে তিনি এসব কথা বলেন।

তামিলনাডু সরকার হত্যাকাণ্ডে জড়িতদের যাবজ্জীবন কারাদণ্ড মওকুফ করে তাদের ছেড়ে দিতে আগ্রহী। কিন্তু কেন্দ্র এর বিপক্ষে অবস্থান নেয়। কেন্দ্র বলছে, রাজিব গান্ধির হত্যাকাণ্ড তদন্ত করেছে সিবিআই। রাজ্য পুলিশ নয়। ফলে দিল্লির অনুমতি ছাড়া রাজ্য এসব আসামিকে ছেড়ে দিতে পারেনা।

উল্লেখ্য, আসামি ৭ জনের মধ্যে ভি শ্রীহরণ ওরফে মুরুগান, সান্তান, রবার্ট পায়াস ও জয় কুমার শ্রীলঙ্কার নাগরিক। নালিনি, রবিচন্দ্রন ও আরিভু ভারতীয় নাগরিক।

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।