রাজন হত্যায় এবার মুহিতের স্বীকারোক্তি
সিলেটে নির্মম নির্যাতনে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার অন্যতম আসামি মুহিত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার বিকেলে ১৬৪ ধারায় তিনি এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এর আগে চৌকিদার ময়না মিয়া, ভিডিও চিত্র ধারণকারী নূর মিয়া, হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী দুলাল আহমদ আদালতে ১৬৪ ধারায় স্বীকাক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, শিশু রাজন হত্যা মামলায় রিমান্ডে থাকা ঘাতক মুহিত বুধবার সিলেট মহানগর মুখ্য হাকিম-৩ আদালতের বিচারক আনোয়ারুল হকের খাস কামরায় ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে হত্যার দায় ও মরদেহ গুমের চেষ্টার কথা স্বীকার করেন।
মুহিত আদালতকে জানায়, তিনি ও তার ভাই কামরুলসহ বেশ কয়েকজন মিলে রাজনের হাত খুঁটির সঙ্গে পিঠমোড় দিয়ে বেঁধে নির্যাতন করে। নির্যাতনের এক পর্যায়ে রাজন মারা গেলে তারা ওয়ার্কশপে থাকা একটি মাইক্রোবাসে করে মরদেহ গুম করার লক্ষ্যে বের হয়। এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় অন্যরা দৌঁড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে এসএমপির জালালাবাদ থানা পুলিশের জিআরও ফরিদ আহমদ জানান, দ্বিতীয় দফায় রিমান্ডে থাকা মুহিত আদালতে স্বীকারোক্তি প্রদান করেছেন। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় দুইজন প্রত্যক্ষদর্শীসহ মোট ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। এছাড়া এ হত্যা মামলায় মুহিতের স্ত্রী লিপি বেগমও জেল হাজতে আটক রয়েছে।
প্রসঙ্গত, গত ৮ জুলাই সিলেট শহরতলির কুমারগাঁওয়ে চুরির অপবাদ দিয়ে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করে কয়েকজন যুবক।
ছামির মাহমুদ/এআরএ/আরআইপি