ইরানে সুফি বিক্ষোভকারীদের হামলায় ৩ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫০ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৮

ইরানের রাজধানী তেহরানে সোমবার সুফি বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। দেশটির পুলিশের মুখপাত্র সাইদ মুনতাজের এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপি।

রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা নিউজকে দেয়া এক সাক্ষাতকারে সাইদ মুনতাজের জানিয়েছেন, টহলরত পুলিশ সদস্যদের উপর যাত্রীবাহী বাস উঠিয়ে হামলার ঘটনায় তিন পুলিশ সদস্য শহীদ হয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, উত্তরাঞ্চলীয় তেহরান শহরে একদল পুলিশ কর্মকর্তার ওপর বাস উঠিয়ে দেয়া হয়েছে।

ইরানের গণবাদি সুফিদের একটি দল সোমবার তেহরানের উত্তরাঞ্চলীয় এক পুলিশ স্টেশনের সামনে জড়ো হয়ে পুলিশের হাতে আটক একজনের মুক্তির দাবিতে বিক্ষোভ করছিল। সেসময় তাদের ওপর চড়াও হয় পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাদের ওপর টিয়ার গ্যাস ছোড়া হয়। বিক্ষোভে বাধা দেয়ায় সুফিরা পুলিশের ওপর পাল্টা হামলা চালায়।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আইন প্রয়োগকারী বাহিনী বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছেন। তারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছুড়েছে। সুফি বিক্ষোভকারীদের হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে ফার্স নিউজ। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।