মোজাম্বিকে আবর্জনার স্তুপ ধসে ১৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৩ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৮

মোজাম্বিকে একটি আবর্জনার স্তুপ ধসে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। আবর্জনার স্তুপের মধ্যে আরও লোকজন চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাছাকাছি থাকা বেশ কিছু বাড়ি-ঘরের ওপর ওই আবর্জনার স্তুপ ধসে পড়ে। খবর আল জাজিরা।

ভারী বৃষ্টিপাতের কারণে সোমবার স্থানীয় সময় মধ্যরাত তিনটার দিকে রাজধানী ম্যাপিতোর হুলেনে আবর্জনার স্তুপ ধসে পড়ে। পাঁচটি বাড়ি আবর্জনার স্তুপের নিচে চাপা পড়েছে। খবর আল জাজিরা।

ন্যাশনাল পাবলিক সেফটি সার্ভিসের মুখপাত্র লিওনিলডে পেলেমবে জানিয়েছেন, আবর্জনার স্তুপের নিচে বহু মানুষ আটকা পড়ে থাকতে পারেন।

রয়টার্সের এক খবরে বলা হয়েছে, আর্বজনার স্তুপ ধসে পড়ার আগেই সেখানকার অবৈধ বাড়ি-ঘর থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। আর্বজনা জমতে জমতে তা একটি তিনতলা ভবনের সমান উঁচু হয়েছিল। ফলে এটি যে কোনো ধসে পড়বে বলে সতর্ক করা হয়েছিল।

জাতিসংঘের উন্নয়ন বিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, মোজাম্বিকের ৫৫ শতাংশ মানুষ অর্থাৎ প্রায় দেড় কোটি মানুষ দরিদ্র।

মারিয়া হুও নামের এক বাসিন্দা জানিয়েছেন, কর্তৃপক্ষ নিরাপদভাবে আবর্জনা সরিয়ে ফেলতে বিফল হয়েছেন। ওই দুর্ঘটনায় তার ছেলে আহত হয়েছেন এবং তার বাড়ি চাপা পড়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।