চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত পাকিস্তানের!


প্রকাশিত: ১০:১২ এএম, ২২ জুলাই ২০১৫

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে ইতিমধ্যে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যেকোনো একটি দল বাংলাদেশের সঙ্গে সুযোগ পাবে সেখানে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে আজ জিতলেই ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত হবে পাকিস্তানের।

আজ জিতলে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত হবে পাকিস্তানের। তাতে রেটিং পয়েন্ট বেড়ে যাবে সফরকারীদের। ফলে ক্যারিবিয়ানদের পেছনে ফেলে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করবে আজহার আলীর দল।

তবে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান যদি জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় তাহলে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ হারাতে পারে তারা। সেটা অবশ্য বিভিন্ন হিসাব-নিকাশের উপর নির্ভর করবে। বর্তমানে ৮৯ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে পাকিস্তান। ৮৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ জিতলে পাকিস্তানের রেটিং পয়েন্ট বাড়বে। তাতে অষ্টম স্থানটি আরো পাকাপোক্ত হবে তাদের। নিয়মানুযায়ী র্যাং কিংয়ের শীর্ষ আটটি দল চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পাবে।

এ দিকে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে পাকিস্তান-শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।