দেশের ৪০ স্থানে নদ-নদীর পানি বৃদ্ধি


প্রকাশিত: ১০:০৭ এএম, ২২ জুলাই ২০১৫

দেশের প্রধান নদ-নদীর ৪০টি স্থানে পানি বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। তার মধ্যে  ৩টি স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে ৩৯টি স্থানে পানি হ্রাস পেয়েছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পানি উন্নয়ন বোর্ড জানায়।

বিজ্ঞপ্তিতে পানি উন্নয়ন বোর্ড  বলছে,  আগামী ৪৮ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি হ্রাস পেতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি পেতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের ৮৪টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৪০টি স্থানে পানি বৃদ্ধি ও ৩৯টি স্থানে পানি হ্রাস পেয়েছে। ৪টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে এবং ১টি স্থানের তথ্য পাওয়া যায়নি। এ দিকে খোয়াই, শেওলায় কুশিয়ারা ও ঝিকরগাছায় কপোতাক্ষের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এসকেডি/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।