সন্দেহভাজন বোকো হারামের ৪৭৫ জঙ্গির মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

প্রায় ৫শ’ সন্দেহভাজন বোকো হারামের জঙ্গিকে মুক্তি দিয়েছে নাইজেরিয়ার একটি আদালত। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করা সম্ভব হয়নি। কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকলেও বেশ কয়েকজনকে কয়েক বছর ধরে আটক করে রাখা হয়। খবর আল জাজিরা।

রোববার এক বিচারপতি এক বিবৃতিতে জানিয়েছেন, মুক্তি পাওয়া ৪৭৫ জন সন্দেহভাজনকে সঠিক পুনর্বাসনের জন্য পাঠানো হবে এবং পরে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে।

ওই সন্দেহভাজনরা বোকো হারামের সঙ্গে সম্পৃক্ত বা সংগঠনটির সঙ্গে তাদের যোগাযোগ ছিল বা সংগঠনের বিভিন্ন পরিকল্পনা তারা জানতেন। এমন তথ্যের ভিত্তিতেই তাদের আটক করা হয়।

এক বিবৃতিতে জানানো হয়েছে, যথেষ্ঠ প্রমাণাদির অভাবে প্রসিকিউশন কাউন্সিল তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। ফলে সন্দেহভাজনদের মুক্তি দেয়া হয়েছে।

কেন্দ্রীয় নাইজারের কাইনজি শহরেও ১৬শ’ সন্দেহভাজনের বিরুদ্ধে একটি গণবিচার প্রক্রিয়া শুরু হয়। যাদের মুক্তি দেয়া হয়েছে তাদের মধ্যে এক তরুণী এবং তিন মাস বয়সী এক শিশু রয়েছে। এর আগে বোকো হারামের ২০ সদস্যকে ২ থেকে ১৫ বছরের কারাদণ্ড দেয় কাইনজির একটি আদালত।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।