পানি ভেবে অ্যাসিড খেয়ে হাসপাতালে রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০৮ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

এমন অভিযোগ প্রায়ই ওঠে যে ভুল চিকিৎসায় বা চিকিৎসকদের অবহেলার রোগীর মৃত্যু হয়েছে। তবে ভারতের বিহারের মুজাফফরপুরের একটি ঘটনা ছাপিয়ে গেছে আগের সবগুলোকে ঘটনাকে।

কলকাতার এবেলার এক প্রতিবেদনে ভারতের একটি জাতীয় দৈনিককে সূত্র দিয়ে বলা হয়েছে, শ্যামলী দেবী নামে এক নারী মুজাফফরপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার সকালে পান খেতে চাইলে হাসপাতলের কর্মীরা তাকে পানি এনে দেন। ওই পানি খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি, শুরু হয় বমি। তারপরই তার মৃত্যু হয়।

পরে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই নারীকে আসলে পানির বদলে অ্যাসিড দেয়া হয়েছিল। আর পানি ভেবেই অ্যাসিডই খেয়ে নিয়েছিলেন তিনি।

হাসপাতালের এক চিকিৎসক ও এক কর্মীর বিরুদ্ধে তদন্তও শুরু করেছে পুলিশ।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।