নেতানিয়াহুর বক্তব্য ‘কার্টুনধর্মী সার্কাস’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৬ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক কিছু বক্তব্যকে ‘কার্টুনধর্মী সার্কাস’ বলে আখ্যায়িত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

তেহরান এ ধরনের বক্তব্যের জবাব দেয়ার প্রয়োজন মনে করে না বলেও মন্তব্য করেন তিনি।

জারিফ বলেন, ‘আপনারা আজ (রোববার) সকালে একটি কার্টুনধর্মী সার্কাস প্রত্যক্ষ করেছেন যা প্রতিক্রিয়া জানানোর যোগ্য নয়।’

মিউনিখ সম্মেলনে নেতানিয়াহু বক্তৃতামঞ্চে হঠাৎ দাঁড়িয়ে পুড়ে যাওয়া একটি ধাতব খণ্ড তুলে ধরেন। তিনি বলেন, এটি একটি ইরানি ড্রোনের ধ্বংসাবশেষ। নেতানিয়াহু তার বক্তৃতায় ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকিও দেন।

গত বেশকিছু দিন ধরেই ইরানের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি জানিয়ে আসছিল ইসরায়েল।

সূত্র : পার্সটুডে।

এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।