কারামুক্ত হয়ে জার্মানিতে ফিরেছেন সাংবাদিক ইউচেল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৫ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

প্রায় এক বছর তুরস্কে কারাভোগ শেষে মুক্ত হয়ে জার্মানিতে ফিরেছেন জার্মান-তুর্কি সাংবাদিক ডেনিস ইউচেল। তবে তার সঙ্গে কারাগারে থাকা আরও ছয় সাংবাদিক এখনও কারাগারেই রয়েছেন। যাবজ্জীবন সাজা ভোগ করছেন তারা।

শুক্রবার বার্লিনের টেগেল বিমানবন্দরে পৌঁছানোর পর ইউচেলকে স্বাগত জানান তার বন্ধুরা।

জার্মান সরকার বহুদিন ধরেই ইউচেলের মুক্তি দাবি করে আসছিল। তবে আরও পাঁচ জার্মান ও শতাধিক তুর্কি সাংবাদিক এখনও তুরস্কে কারাগারে বন্দী রয়েছেন।

ওই সাংবাদিকদের বিরুদ্ধে ২০১৬ সালের জুলাই মাসে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

শুক্রবার প্রকাশিত একটি ভিডিওতে ইউচেলকে বলতে শোনা যাচ্ছে- ‘আমি এখনো জানি না কেন আমাকে এক বছর আগে গ্রেফতার করা হল, আর কেনই বা আজ ছেড়ে দেয়া হল। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দাখিল করা হয়নি৷’

তবে তুরস্কের রাষ্ট্রীয় আইনজীবীরা তার বিরুদ্ধে একটি জঙ্গি সংগঠনের পক্ষে প্রপাগান্ডা চালানোর অভিযোগ এনে ১৮ বছরের কারাদণ্ডের আবেদন করেছেন।

ইউচেলের জার্মানি ও তুরস্ক উভয় দেশেরই নাগরিকত্ব আছে। জার্মান দৈনিক ডি ভেল্টের সাংবাদিক তিনি। গেল বছর ফেব্রুয়ারিতে তুরস্কের একটি পুলিশ স্টেশনে একটি প্রতিবেদনের বিষয়ে আলোচনার কথা বলে তাকে ডেকে নিয়ে সেখানেই গ্রেফতার করা হয়।

সূত্র: ডয়েচে ভেলে।

এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।