ব্রিটেনে প্রাচীনতম কোরআন শরীফের খণ্ডাংশ উদ্ধার


প্রকাশিত: ০৭:৩৩ এএম, ২২ জুলাই ২০১৫

ব্রিটেনের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে হাতে লেখা ‘প্রাচীনতম’ পবিত্র কোরআন শরীফের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া কোরআনের পৃষ্ঠাগুলো ১ হাজার ৩৭০ বছর আগেকার বলে জানা গেছে। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার হওয়া কোরআনের পৃষ্ঠাগুলো ১ হাজার ৩৭০ বছর আগের।আর এটি নিশ্চিত হওয়া গেছে রেডিওকার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করে। এই হিসাবে হাতে লেখা প্রাচীনতম যেকোনো একটি কোরআন শরিফের পৃষ্ঠা এগুলো, যা এখনো অক্ষত অবস্থায় আছে।
 
বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে প্রায় শত বছর ধরে মুসলিমদের পবিত্রতম গ্রন্থের পৃষ্ঠাগুলো পড়ে ছিল, যা সম্পর্কে গ্রন্থাগারিকরা কিছুই জানতেন না। ব্রিটেনের গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ দ্য ব্রিটিশ লাইব্রেরির বিশেষজ্ঞ মোহাম্মদ ইসা ওয়ালি জানান, এই রোমাঞ্চকর আবিষ্কার মুসলিমদের উদ্বেলিত করবে।
 
এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।