সৌদি আরবে সেনাবাহিনী পাঠাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

প্রশিক্ষণ ও পরামর্শ মিশনে অংশ নিতে সৌদি আরবে সেনাবাহিনী পাঠাচ্ছে পাকিস্তান। তিন বছর আগে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে সেনা পাঠাতে অস্বীকৃতি জানিয়েছেল পাকিস্তান। ইয়েমেনে সৌদি হস্তক্ষেপের বিরোধিতা করে সেই সময় সেনা পাঠাতে রাজি না হলেও এবার সৌদি আরবে প্রশিক্ষণের জন্য সেনা পাঠাচ্ছে দেশটি।

সৌদি আরবে পাকিস্তান সেনাবাহিনীর কাজ কী হবে সেব্যাপারে পরিষ্কার কোনো তথ্য দেয়নি পাকিস্তান। তবে সেনাবাহিনীর গণমাধ্যম শাখার বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের বাইরে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের নিযুক্ত করা হবে না।

গত বছরের মার্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে মুসলিম দেশগুলোর সমন্বয়ে পশ্চিমা সামরিক জোট ‘ন্যাটো’র আদলে একটি সামরিক জোট গঠনের প্রস্তাব করে সৌদি আরব। জোটের প্রাথমিক সদস্য ৩৪টি মুসলিম দেশ। এই জোটের প্রথম প্রধান হিসেবে পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল রাহেল শরিফকে নিয়োগ দেয়া হয়।

তবে সৌদি আরবে পাকিস্তানে যে সেনাসদস্যদের পাঠানো হচ্ছে তারা জোটের কার্যক্রমে অংশ নেবে কিনা তা এখনো পরিষ্কার নয়।

সূত্র : ডন।

এসআইএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।