ট্রাইব্যুনালে হাজির হয়েছেন ডা. জাফরুল্লাহ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারকদের নিয়ে বিরূপ মন্তব্য করার কারণ ব্যাখ্যা করার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। বুধবার সকাল সোয়া ১০ টায় তিনি ট্রাইব্যুনালে হাজির হন।
আদালতের বিচারকদের নিয়ে বিরূপ মন্তব্য করায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বিরুদ্ধে তৃতীয়বারের মতো আদালত অবমাননার অভিযোগ আনা হয়। বুধবার সকালে জাফরুল্লাহকে ট্রাব্যুনালে স্বশরীরে হাজির হয়ে তার বিরুদ্ধে আদালত অবমানার অভিযোগ কেন আনা হবে না তার কারণ ব্যাখ্যা করার জন্য বলা হয়েছে, জারি করা রুল বা নোটিশে। গত ১২ জুলাই আদালত অবমানার আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান শামীম আজিজ ও মোরশেদ আলম।
তার আগের দিন ১১ জুলাই জাফরুল্লাহর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার জন্য আবেদন জানায় তিন মুক্তিযোদ্ধা ও গণজাগরণ মঞ্চের একাংশ। ওই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এই আবেদন জমা দেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল, মুক্তিযোদ্ধা আলী আসগর, মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম এবং গণজাগরণ মঞ্চের একাংশের আহ্বায়ক কামাল পাশা চৌধুরী ও কর্মী এফএম শাহীন।
এফএইচ/এএইচ/এমএস