মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হচ্ছে জয়ললিতাকে


প্রকাশিত: ১০:৪৭ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৪

আয় বহির্ভূত সম্পত্তির মামলায় দোষী সাবস্ত হওয়ায় পদ ছাড়তে হচ্ছে তামিলনাডুর মুখ্যমন্ত্রী জয়ললিতার। শনিবার জয়ললিতার বিরুদ্ধে বেঙ্গালুরুর বিশেষ আদালত দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় এই রায় দিয়েছে। এছাড়া মামলায় দোষী করা হয়েছে মুখ্যমন্ত্রীর বান্ধবী শশীকলাও। তবে তাদের শাস্তির বিষয় এখনো বিস্তারিত জানা যায়নি।

জানা যায়, মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ভারতীয় আইন অনুযায়ী শনিবারই মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে হবে জয়ললিতাকে। তবে রাজ্যের ক্ষমতা ছাড়তে হবে না তার দলকে। সেক্ষেত্রে এআইএডিএমকের কোনো শীর্ষ নেতাকে স্থলাভিষিক্ত করা হবে জয়ললিতার।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে জয়ললিতার বিরুদ্ধে চেন্নাই আদারতে মামলাটি দায়ের করা হয়। ২০০৩ সালে নিরপেক্ষ বিচারের স্বার্থে মামলাটি চেন্নাই থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বেঙ্গালুররুতে। ১৮ বছর পর মামলাটির রায় ঘোষণা হলো। -জি নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।