গোপন প্রেমের সাইট হ্যাকিং : দুশ্চিন্তায় ব্যবহারকারীরা
বিবাহিত নারী-পুরুষরা গোপনে চুটিয়ে প্রেম করেন কিন্তু এ সম্পর্কে জানেন না স্বামী কিংবা স্ত্রী। তবে এবার দুশ্চিন্তায় পড়েছেন গোপনে প্রেম চালিয়ে যাওয়া ওই জুটিরা। তারা প্রেমের জন্য ব্যবহার করেন এমন একটি ওয়েবসাইট সম্প্রতি হ্যাকিংয়ের শিকার হয়েছে। আর তাতেই কপালে ভাঁজ পড়েছে এই জুটিদের।
হ্যাকারদের দাবি, অ্যাশলে ম্যাডিসন নামের সাইটটির ব্যবহারকারীদের নাম, ঠিকানা এবং তাদের গোপন যৌন ফ্যান্টাসির সমস্ত তথ্য এখন তাদের কাছে।
এদিকে, সাইট কর্তৃপক্ষও হ্যাকিংয়ের কথা স্বীকার করেছে। তবে তথ্য চুরির মাত্রা সম্পর্কে কিছু জানায়নি তারা।
কিছু লোকের নানা তথ্য ইতোমধ্যেই অনলাইনে ফাঁস করে দেওয়া হয়েছে।
ব্রায়ান ক্রেবস বলেন, ইমপ্যাক্ট টিম নামে এই হ্যাকাররা হুমকি দিয়েছে অ্যাশলে ম্যাডিসন ওয়েবসাইটটি বন্ধ না করা হলে, তারা আরও মানুষের গোপন তথ্য ফাঁস করতে থাকবে। অ্যাশলে ম্যাডিসন কর্তৃপক্ষ এ ঘটনার জন্য ব্যবহারকারীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ৫০ টির মত দেশে তিন কোটি ৭০ লাখ বিবাহিত নারী পুরুষ এই ডেটিং সাইটটি ব্যবহার করে। সাইটটির শ্লোগানে বলা হয়েছে- জীবনে সময় কম, একটি প্রেম করুন।
এসআইএস/এমএস