ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:২৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

ডাচ পররাষ্ট্রমন্ত্রী হালবে জিলেস্ত্রা মঙ্গলবার পদত্যাগ করেছেন। ২০০৬ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বৈঠকে নিজের উপস্থিতির বিষয়ে মিথ্যা বলেছেন জিলেস্ত্রা। নিজের অপরাধ স্বীকার করে পদত্যাগ করেছেন তিনি। খবর রয়টার্স।

মঙ্গলবার ডাচ পার্লামেন্টে নিজের পদত্যাগের কথা ঘোষণা দেন হালবে জিলেস্ত্রা। তিনি নিজের অপরাধ স্বীকার করে বলেন, আমার কর্মজীবনে আমি এতবড় ভুল আর একটিও করিনি।

পররাষ্ট্রমন্ত্রী পদত্যাগের ঘটনায় ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুত্তের চার দলীয় জোটকে অস্বস্তিতে ফেলেছে। গত অক্টোবরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন রুত্তে। পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের ঘোষণা দেয়ার সময় প্রধানমন্ত্রী রুত্তে পার্লামেন্ট অধিবেশনে উপস্থিত ছিলেন।

এই ঘটনা নেদারল্যান্ড এবং রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পদত্যাগের ঘোষণা দেয়ার সময় জিলেস্ত্রােআবেগী হয়ে ওঠেন। তিনি বলেন, আমরা এমন একটি দেশে বাস করি যেখানে সত্যের অস্তিস্ব আছে। তাই আমি পদত্যাগের আর কোনো বিকল্প দেখি না। পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী কে হবেন তা এখনও ঘোষণা করা হয়নি।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।