তুরস্কে সন্ত্রাসী হামলার নিন্দা জানালো বাংলাদেশ


প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২১ জুলাই ২০১৫

তুরস্কে কাপুরুষোচিত ও জঘন্য সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুরস্কের প্রধানমন্ত্রী প্রফেসর ড. আহমেদ দেভাতোগলুকে পাঠানো এক বার্তায় তিনি এ নিন্দা জানান।

বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ সকল ধরনের সন্ত্রাস ও সন্ত্রাসী কার্যক্রমের নিন্দা জানায় এবং আমি সন্ত্রাসের বিরুদ্ধে এই নীতি অবলম্বন করেছি এবং আমার সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।”

শেখ হাসিনা তুরস্কের প্রধানমন্ত্রীকে এবং তার মাধ্যমে হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানান। পাশাপাশি এই দুঃখজনক ঘটনায় সকল তুর্কি জনগণের প্রতি সমবেদনা জানান।

প্রসঙ্গত, সোমবার সাইলিউরফা জেলায় সুরুসে একটি সাংস্কৃতিক কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন তুর্কি নাগরিকের মৃত্যু হয় এবং শতাধিক লোক আহত হন।

এসকেডি/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।