তাজমহল দর্শনে টিকিটের দাম বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৮ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

তাজমহল দর্শনে টিকিটের দাম বাড়ল। এ বিষয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হল। এপ্রিল থেকে নতুন দাম কার্যকর হবে। ওইদিন থেকে তাজমহলে ঢুকতে হলে দিতে হবে মাথাপিছু ৫০ টাকা।

সমাধি সৌধে যাওয়ার জন্য টিকিটের দাম পড়বে ২০০ টাকা। তাজমহলকে ক্ষয়িষ্ণু অবস্থা থেকে বাঁচাতেই এই সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার।

এতদিন তাজমহলে ঢুকতে হলে দিতে হত ৪০ টাকা। কিন্তু এখন ১০ টাকা বাড়িয়ে তা ৫০ টাকা করা হবে। এর বিনিময়ে ৩ ঘণ্টা তাজমহল দর্শন করতে পারবেন দর্শনার্থীরা। তবে সমাধি সৌধে ঢোকার জন্য এতদিন কোনো প্রবেশ মূল্য ছিল না। কিন্তু নতুন নিয়মে এখন ২শ টাকা দিতে হবে।

সমাধি সৌধে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় আটকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে বিদেশি পর্যটকদের জন্য প্রবেশমূল্য বাড়ানো হয়নি। তা ১২৫০ টাকাই থাকছে। উত্তরপ্রদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মহেশ শর্মা বলেছেন, ‘তাজমহলকে রক্ষা করতে হবে। সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।